‘মোটরসাইকেলটিকে ১শ মিটার টেনে নিয়ে যায় ঘাতক বাস’

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেতুর প্রথম সিঁড়ি সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদ (৪৫)। তিনি পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পেশায় তিনি চট্টগ্রামের চাক্তাই এলাকায় ‘কুলিং কর্ণার’ নামে একটি চা-ঝাল বিতানের ব্যবসা করতেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শাহ আমানত সেতু দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফরিদ। এ সময় পেছন দিক থেকে অতিরিক্ত গতিতে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সেতুর ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি প্রায় ১০০ মিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়। স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, ‘বাসটি খুব দ্রুতগতিতে ছিল। হঠাৎ পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর বাইকটি বাসের নিচে পড়ে যায়।’ আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় লোকজন

‘মোটরসাইকেলটিকে ১শ মিটার টেনে নিয়ে যায় ঘাতক বাস’

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেতুর প্রথম সিঁড়ি সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদ (৪৫)। তিনি পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পেশায় তিনি চট্টগ্রামের চাক্তাই এলাকায় ‘কুলিং কর্ণার’ নামে একটি চা-ঝাল বিতানের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শাহ আমানত সেতু দিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন ফরিদ। এ সময় পেছন দিক থেকে অতিরিক্ত গতিতে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সেতুর ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি প্রায় ১০০ মিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, ‘বাসটি খুব দ্রুতগতিতে ছিল। হঠাৎ পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর বাইকটি বাসের নিচে পড়ে যায়।’

আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্ণফুলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত কর্ণফুলী থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি শনাক্ত করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow