মোটরসাইকেলের ধাক্কায় চা শ্রমিক নিহত

1 day ago 12

মৌলভীবাজারের কমলগঞ্জে বেপরোয়া গতিতে চলন্ত মোটরসাইকেলের ধাক্কায় এক চা শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ।

ঈদের দিন সোমবার (৩১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার শমশেরনগর-ভানুগাছ সড়কের শমশেরনগর কার-লাইটেস স্ট্যান্ড সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম বিনোদ বাউরী (৬৫)। তিনি শমশেরনগর চা বাগানের নতুন টিলার রসরাজ বাউরীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বস্তি থেকে কাজ করে ফেরার পথে সোমবার সন্ধ্যায় রাস্তার পার্শ্ব দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল ধাক্কা দিলে বিনোদ বাউরী নামে এক চা শ্রমিক ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে এবং মোটরসাইকেলটি জব্দ করেছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই রতন হাওলাদার সত্যতা নিশ্চিত করে কালবেলাকে বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হচ্ছে। মোটরসাইকেল আরোহী পালিয়ে গেছেন। তবে মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ঘাতক চালককে বের করার চেষ্টা চলছে।

Read Entire Article