মোদীর বক্তব্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল: রিজভী

3 weeks ago 11

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অবমাননার শামিল। সোমবার (১৬ ডিসেম্বর) কেরানীগঞ্জের বিজয় র ্যালি শেষে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিজয় দিবসকে ৭১ সালে ভারতের ঐতিহাসিক বিজয় বর্ণনা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফেসবুক স্ট্যাটাসের তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির এই মুখপাত্র বলেন, ৭১ সালে পাকিস্তানিদের সঙ্গে আমাদের মুক্তিযুদ্ধ ছিল বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ। ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে ও ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এই স্বাধীনতার যুদ্ধকে ভারত নিজেদের অর্জন হিসেবে দাবি করা মানে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে অস্বীকার করা। ৩০ লাখ শহীদ ও ২ লাখ মা বোনদের ইজ্জতকে তুচ্ছ-তাচ্ছিল্য করা।

তিনি বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা ছিনিয়ে এনেছি। দিল্লির কাছে আমরা মাথা নত করতে নয়।

মোদীর বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, ১৬ ডিসেম্বর ১৯৭১ ছিল বাংলাদেশের বিজয়ের দিন। ভারত ছিল এই বিজয়ের মিত্র, এর বেশি কিছু নয়।

কেএইচ/এমআইএইচএস/এমএস

Read Entire Article