মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা হয়েছে: ট্রাম্প

7 hours ago 7

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাণিজ্য নিয়ে কথা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার (২১ অক্টোবর) এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউজের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আমরা অনেক বিষয় নিয়েই কথা বলেছি, তবে আলোচনা বেশি হয়েছে বাণিজ্য নিয়ে।

ট্রাম্প আরও জানান, বাণিজ্যের পাশাপাশি জ্বালানি (তেল) নিয়েও মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। এসময় ভারতের প্রধানমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন যে ভারত রাশিয়া থেকে তেল আমদানি সীমিত করবে।

তিনি (মোদী) রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না। তিনিও আমার মতোই চান যে ইউক্রেন যুদ্ধটা দ্রুত শেষ হোক, বলেন ট্রাম্প।

সমুদ্রপথে রাশিয়ার রপ্তানিকৃত অপরিশোধিত তেলের সবচেয়ে বড় দুটি ক্রেতা হলো ভারত ও চীন। ইউরোপীয় ক্রেতারা নিষেধাজ্ঞা জারির পর রুশ তেল কেনা বন্ধ করায় এবং ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞার ফলে রাশিয়া যে ছাড়মূল্যে তেল বিক্রি করছে, তার সুযোগ নিচ্ছে এ দুই দেশ।

সম্প্রতি ট্রাম্প প্রশাসন রাশিয়ার তেল কেনা থেকে ভারতকে বিরত রাখতে যুক্তরাষ্ট্রের বাজারে ভারতীয় পণ্য আমদানিতে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন ট্রাম্প। তার উদ্দেশ্য, রাশিয়ার জ্বালানি আয় বন্ধ করে মস্কোকে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তির আলোচনায় আনতে চাপ সৃষ্টি করা।

রাশিয়া বর্তমানে ভারতের সবচেয়ে বড় তেল সরবরাহকারী দেশ। শুধু সেপ্টেম্বর মাসেই মস্কো ভারতকে দৈনিক প্রায় ১৬ লাখ ২০ হাজার ব্যারেল তেল রপ্তানি করেছে, যা দক্ষিণ এশিয়ার মোট আমদানির এক-তৃতীয়াংশ। দীর্ঘদিন ধরে মার্কিন চাপ উপেক্ষা করে ভারতীয় কর্মকর্তারা বলে আসছিলেন, রাশিয়া থেকে তেল আমদানি দেশের জ্বালানি নিরাপত্তার জন্য অত্যাবশ্যক।

যদি ভারত সত্যিই রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করে, তা হবে মস্কোর অন্যতম প্রধান ক্রেতার বড় নীতি পরিবর্তন- যা রুশ তেল আমদানি অব্যাহত রাখা অন্য দেশগুলোর ওপরও প্রভাব ফেলতে পারে। ট্রাম্প চান, বহুপাক্ষিক নিষেধাজ্ঞার বদলে দ্বিপাক্ষিক সম্পর্ককে কাজে লাগিয়ে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতে।

গত সপ্তাহে সাংবাদিকদের সঙ্গে আলাপে ট্রাম্প বলেছিলেন, ভারত সঙ্গে সঙ্গে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে পারবে না, এটি একটি প্রক্রিয়া, তবে এই প্রক্রিয়া শিগগিরই শেষ হবে।

সূত্র: রয়টার্স

এসএএইচ

Read Entire Article