মোনাজাতরত ব্যক্তিকে কার্গো থেকে ফেলে দিল পাকিস্তানি বাহিনী

1 month ago 13

সাত মিটার লম্বা কার্গোর ওপর মোনাজাতরত ছিলেন এক ব্যক্তি। সেখান থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

এ ঘটনা ঘটেছে মঙ্গলবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ-পিটিআইয়ের প্রধান ইমরান খানের আহ্বানে সাড়া দিয়ে এ দিন ইসালামাবাদ আসেন তার দলের লাখ লাখ কর্মী-সমর্থক। তাদের ঠেকাতে কার্গো কনটেইনারের দেয়াল তৈরি করে নিরাপত্তা বাহিনী।

কিন্তু সেই কার্গোর ওপর উঠে যান এক বিক্ষোভকারী। সেখানে তাকে মোনাজাতরত অবস্থায় দেখা যায়। এক পর্যায়ে নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য তাকে সেখান থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এ ঘটনার পর ওই ব্যক্তির শারীরিক অবস্থা এখন কেমন আছে, তা জানা যায়নি।

এর আগে গেল সপ্তাহে হঠাৎ উত্তাল হয়ে ওঠে পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি ও সরকার পতনের দাবিতে পুরো সপ্তাহই উত্তাল থাকে রাজপথ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। সেই আন্দোলন মাঝপথে হঠাৎ বুধবার স্থগিত করে পিটিআই। এ নিয়ে পিটিআই নেতাকর্মীদের মধ্যে বিভক্তি চলছে। 

Read Entire Article