মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু, জেনে নিন প্রক্রিয়া

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর- এখন থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে র‌্যাপিড পাসে রিচার্জ করা যাবে। এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন। সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এ সেবার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ। ডিটিসিএ জানায়, নতুন এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা আর কাউন্টারে না গিয়েই র‌্যাপিড পাস রিচার্জ করতে পারবেন। অ্যাপে রিচার্জের ইতিহাস দেখা, কার্ডের ব্যবহার ও ব্যালেন্স যাচাই করা যাবে। এছাড়া এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ব্যালেন্স পরীক্ষা করা সম্ভব হবে। পেমেন্টের ক্ষেত্রে বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্সসহ একাধিক ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যাবে। অনলাইনে রিচার্জ করতে প্রথমে গুগল প্লে স্টো

মোবাইল অ্যাপে মেট্রোরেলের কার্ড রিচার্জ চালু, জেনে নিন প্রক্রিয়া

মেট্রোরেল যাত্রীদের জন্য সুখবর- এখন থেকে মোবাইল অ্যাপ ব্যবহার করে র‌্যাপিড পাসে রিচার্জ করা যাবে। এই নতুন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে এ সেবার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও ডিজিটাল ও আধুনিক করার ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবেই এই মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এর ফলে মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে স্মার্ট কার্ড ব্যবহারের প্রক্রিয়া হবে আরও সহজ, দ্রুত ও নিরাপদ।

ডিটিসিএ জানায়, নতুন এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা আর কাউন্টারে না গিয়েই র‌্যাপিড পাস রিচার্জ করতে পারবেন। অ্যাপে রিচার্জের ইতিহাস দেখা, কার্ডের ব্যবহার ও ব্যালেন্স যাচাই করা যাবে। এছাড়া এনএফসি সুবিধাসম্পন্ন স্মার্টফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে ব্যালেন্স পরীক্ষা করা সম্ভব হবে। পেমেন্টের ক্ষেত্রে বিকাশ, রকেট, ভিসা, মাস্টারকার্ড ও এএমইএক্সসহ একাধিক ডিজিটাল মাধ্যম ব্যবহার করা যাবে।

অনলাইনে রিচার্জ করতে প্রথমে গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে একবার সাইন-আপ করতে হবে। যাঁরা আগে থেকেই র‌্যাপিড পাসের ওয়েবসাইটে নিবন্ধিত, তাঁরা একই লগইন তথ্য ব্যবহার করে অ্যাপে প্রবেশ করতে পারবেন।

লগইন করার পর আগে যুক্ত করা কার্ডগুলো স্বয়ংক্রিয়ভাবে দেখা যাবে এবং প্রয়োজনে নতুন র‌্যাপিড পাস বা এমআরটি কার্ড যোগ করা যাবে। অনলাইনে একবারে সর্বনিম্ন ১০০ টাকা এবং সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত রিচার্জ করা যাবে।

তবে অনলাইনে রিচার্জ করা ব্যালেন্স কার্যকর করতে কার্ডটি অ্যাড ভ্যালু মেশিনে ট্যাপ করতে হবে। রিচার্জ সফল হলে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি নিশ্চিতকরণ বার্তা পাঠানো হবে। একবারে একটি কার্ডে কেবল একটি পেন্ডিং রিচার্জ রাখা যাবে। পেন্ডিং রিচার্জ বাতিল করতে চাইলে সাত দিনের মধ্যে আবেদন করতে হবে, সেক্ষেত্রে পাঁচ শতাংশ সেবা চার্জ প্রযোজ্য হবে।

ডিটিসিএ’র নির্বাহী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মশিউর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নির্বাহী পরিচালক নীলিমা আখতার।

মোবাইল অ্যাপ চালু হওয়ার মাধ্যমে যাত্রীরা যেকোনো সময় ও স্থান থেকে রিচার্জ করতে পারবেন। এই উদ্যোগের ফলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং ভবিষ্যতে বাস, মেট্রোরেলসহ অন্যান্য গণপরিবহনে র‌্যাপিড পাস ব্যবহারের সুযোগ আরও সম্প্রসারণের পথ সুগম হবে।

এর আগে, গত বছরের ২৫ নভেম্বর আগারগাঁও মেট্রো স্টেশনে র‌্যাপিড পাসের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন রিচার্জ সুবিধা চালু করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় চলতি বছরের ১ জানুয়ারি থেকে অ্যান্ড্রয়েডভিত্তিক র‌্যাপিড পাস অ্যাপ গুগল প্লে স্টোরে উন্মুক্ত করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow