মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে এনসিপির শোক

2 months ago 20

প্রবীণ রাজনীতিবিদ, গণফোরামের সভাপতি এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মোস্তফা মোহসীন মন্টুর মৃত্যুতে শোক প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

রোববার (১৫ জুন) এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বার্তায় দলটির পক্ষে এই শোক জানানো হয়৷

বার্তায় বলা হয়, মোস্তফা মোহসীন মন্টু বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক লড়াই সংগ্রামের অন্যতম যোদ্ধা ছিলেন। গণঅভ্যুত্থান-উত্তর নতুন বাংলাদেশ বিনির্মাণ অভিমুখী রাজনীতিতে আমরা তার শূন্যতা অনুভব করবো।

বার্তায় আরও বলা হয়, রোববার সন্ধ্যায় ঢাকার কাটাবন মনোয়ারা মসজিদে অনুষ্ঠিত মরহুমের প্রথম জানাজায় অংশগ্রহণ করেন এনসিপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং ঢাকা মহানগরের সংগঠক সর্দার আমীরুল ইসলাম।

এনসিপি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।

এনএস/জেএইচ/জিকেএস

Read Entire Article