মোস্তাফিজকে নিয়ে লঙ্কান শিবিরে বাড়তি সতর্কতা

2 months ago 6

ইনজুরি কাঁটিয়ে জাতীয় দলের জার্সিতে ফিরছেন মোস্তাফিজুর রহমান। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলঙ্কা তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই দেখা যেতে পারে বাঁহাতি এই পেসারকে। আর তাকে নিয়েই যেন একপ্রকার ‘প্ল্যান-বাউন্ড’ শ্রীলঙ্কা।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কার অধিনায়ক চারিথ আসালাঙ্কা স্পষ্ট জানিয়ে দিলেন, মোস্তাফিজকে হালকাভাবে নিচ্ছেন না তারা। বরং তাকে ঘিরেই সাজানো হয়েছে আলাদা পরিকল্পনা।

‘মোস্তাফিজ একজন দারুণ বোলার। অতীতে নিজেকে বহুবার প্রমাণ করেছে, বাংলাদেশের হয়ে অনেক উইকেট নিয়েছে। আমরা জানি সে ভয়ংকর হয়ে উঠতে পারে। তাই ওকে নিয়ে পরিষ্কার পরিকল্পনা আছে আমাদের,’ বলেন আসালাঙ্কা।

বাংলাদেশ-শ্রীলঙ্কা লড়াই মানেই আলাদা উত্তাপ, বাড়তি উত্তেজনা। সেটাই যেন আরও একবার ফুটে উঠল আসালাঙ্কার কথায়— ‘আমরা আসলে ভালো বন্ধু। তবে মাঠে নামলেই সেই রাইভালরির আগুনটা দেখা যায়। এটাই মানুষ দেখতে চায়। এমন হাইভোল্টেজ ম্যাচে উত্তেজনা থাকেই।’

উইকেট প্রসঙ্গে তিনি জানান, প্রেমাদাসা স্টেডিয়াম সাধারণত স্পিন সহায়ক হলেও এবার একটু ভিন্ন কিছু চান তিনি। ‘আমি চাই ভালো ব্যাটিং উইকেট। খুব বেশি স্পিন ফ্রেন্ডলি যেন না হয়। তবে এখনই কিছু বলা যাচ্ছে না, উইকেট কেমন হবে সেটা কালই বোঝা যাবে।’

সবকিছু মিলিয়ে সিরিজের প্রথম ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। আর সেই উত্তেজনার মাঝেই মোস্তাফিজ যেন এক ‘সাইলেন্ট থ্রেট’। ফিরেই যে তিনি কতটা ছাপ রাখতে পারেন, সেটাই এখন বড় কৌতূহলের বিষয়।

 

Read Entire Article