মোস্তাফিজুরের জীবনে নতুন অতিথি, জানালেন সুখবর

10 hours ago 2
বাংলাদেশ জাতীয় দলের তারকা পেসার মোস্তাফিজুর রহমান বুধবার (৪ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে জানালেন তার জীবনে নতুন আনন্দের খবর। প্রথমবারের মতো সন্তানের বাবা হয়েছেন তিনি। পারিবারিক কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন মোস্তাফিজ। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তার এই অপেক্ষার অবসান ঘটেছে। মোস্তাফিজ ও তার স্ত্রীর ঘর আলো করে এসেছে একটি পুত্রসন্তান। ফেসবুকে পোস্ট দিয়ে মোস্তাফিজ জানিয়েছেন, তার স্ত্রী এবং নবজাতক সুস্থ আছেন। পাশাপাশি তিনি সবার কাছে তাদের জন্য দোয়া চেয়েছেন। ২০১৯ সালে মুস্তাফিজ বিয়ে করেন সাতক্ষীরার মেয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুকে। পারিবারিক জীবনে নতুন অতিথির আগমনে তার পরিবার ও ভক্তরা আনন্দিত। মোস্তাফিজের এই সুখবর তার ভক্ত-সমর্থকদের মধ্যেও আনন্দের বার্তা নিয়ে এসেছে। সবার প্রত্যাশা, বাবা হওয়ার নতুন দায়িত্ব মোস্তাফিজকে আরও অনুপ্রাণিত করবে।
Read Entire Article