প্রিমিয়ার ফুটবল লিগে মোহামেডান একই শিরোপার পথে রয়েছে। মোহামেডান যদি নিজেদের খেলাগুলো জিততে থাকে তাহলে লিগের ট্রফি তাদের ঘরেই যাবে, কিন্তু মোহামেডান সেই ধারা রাখতে পারছে না। গতকাল বসুন্ধরা কিংসের মাঠে লিগের খেলায় ফর্টিসের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে মোহামেডান।
গোল হজম করে পিছিয়ে ছিল। সেই গোল শোধ করে হার থেকে ম্যাচ বাঁচিয়েছে। পয়েন্ট নষ্ট হলেও এখনো ট্রফি জয়ের সব সম্ভাবনাই মোহামেডানের পক্ষে... বিস্তারিত