রাজধানীর মোহাম্মদপুরের অপরাধ প্রবণ বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা-পুলিশ। অভিযানকালে বিভিন্ন অপরাধে জড়িত দুই নারীসহ মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার (২২ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মোবারক (৪০), হাফিজুল (২৭), টিপু (৩০), আশিক (৩০), শ্রাবণ শাওন (২৫), তৈমুর আরিফ (৩৮), রাসেল (২৪), আব্দুল করিম (২২), বিল্লাল (৩২), মনির (৩০), হান্নান ইমরান (২০), নাজমা (২৫), সুমি আক্তার শিল্পী (২২)।
মোহাম্মদপুর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কেআর/এমএসকে/জেআইএম