মোহাম্মদপুরের আলোচিত সন্ত্রাসী ‘কাইল্লা’ সুমন গ্রেফতার

2 months ago 36

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত সন্ত্রাসী ‘কাইল্লা’ সুমনকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ নভেম্বর) সন্ধ্যায় পুরান ঢাকার জজ কোর্টের বাইরে থেকে মোহাম্মদপুর থানা-পুলিশ তাকে গ্রেফতার করে।

রাতে ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কাইল্লা সুমন মোহাম্মদপুরের শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় খুন, অপহরণ, মাদকের কারবারসহ ২০টির বেশি মামলা রয়েছে। তাকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) একটি খুনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে তার ১০ দিনের রিমান্ডের আবেদন করা হবে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, সম্প্রতি মোহাম্মদপুরে সংঘটিত একাধিক হত্যাকাণ্ডের সঙ্গে সুমন ও তার সহযোগীরা জড়িত। সুমন কিশোর গ্যাং পরিচালনা করেন। মোহাম্মদপুরে জমি দখল ও মাদক কারবার করে তিনি কয়েক কোটি টাকার মালিক হয়েছেন।

টিটি/ইএ

Read Entire Article