মোহাম্মাদপুরে সেনাবাহিনীর অভিযান, গোল্ডেন রাকিবসহ গ্রেপ্তার ১৫
রাজধানীর মোহাম্মাদপুর থানাধীন ঢাকা উদ্যান এলাকা থেকে কিশোর গ্যাংয়ের ১৫ সদস্যকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। গ্রেপ্তাররা সবাই ‘গোল্ডেন গ্যাং’ গ্রুপের সদস্য। ওই গ্রুপের অন্যতম সদস্য রাকিব ওরফে গোল্ডেন রাকিবকে গ্রেপ্তারের পর তার তথ্যে আরও ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টা থেকে ৪টা পর্যন্ত সেনাবাহিনী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দুটি সামুরাই, দুটি ছুরি, একটি দেশি ধারালো অস্ত্র, ১ লিটার বাংলা মদ, আটটি পুলিশ বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়। তারা এ সব অস্ত্রশস্ত্র দিয়ে মোহাম্মাদপুরসহ আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে বলে সেনাবাহিনীর কাছে স্বীকার করেছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ৪৬ পদাতিক ব্রিগেডের ২৩ ইস্ট বেঙ্গল পদাতিক ব্যাটেলিয়নের এক কর্মকর্তা বলেন, সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ঢাকা উদ্যান এলাকার একটি রিকশা গ্যারেজে তালিকাভুক্ত অপরাধী গোল্ডেন রাকিবের তথ্য পায়। পরে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় বসিলা আর্মি ক্যাম্প থেকে সেনাবাহিনী পেট্রোল ওই এলাকায় অভিযান চালিয়ে গোল্ডেন রাকিবকে অস্ত্র ও পুলিশের শটগানের কয়েকটি বুলেটসহ গ্রেপ্তার করা হয়।
পরে গোল্ডেন রাকিব ও তার একজন সদস্যকে বসিলা আর্মি ক্যাম্পে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তার অন্য সদস্যদের অবস্থান শনাক্ত করে ঢাকা উদ্যানের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গোল্ডেন কিশোর গ্যাংয়ের মোট ১৫ সদস্য গ্রেপ্তার হয়। পরে শুক্রবার দুপুরে গোল্ডেন গ্যাং গ্রুপের লিডার গোল্ডেন রাকিবসহ তার ১৫ সদস্যকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।