আসন্ন ঈদুল আজহায় কাঙ্ক্ষিত বেচাকেনা হচ্ছে না বলে জানিয়েছেন মৌচাক ও তালতলা মার্কেটের ব্যবসায়ীরা। তাদের দাবি, ঈদুল ফিতরের তুলনায় ঈদুল আজহায় বেচাকেনা অনেকটা কম হয়। তবে এবার গত বছরের ঈদুল আজহার চেয়েও বিক্রি অনেক কম।
এদিকে শুক্রবার ছুটির দিনে মৌচাক তালতলা মার্কেট ঘুরে ক্রেতা আনাগোনা খুব বেশি চোখে পড়েনি। মার্কেটের ক্রেতা কিছুটা বেশি থাকলেও ঈদের আমেজ নেই কেনাবেচার মধ্যে।
ফরচুন মার্কেটে লেডিস ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী ওয়াহিদুজ্জামান বলেন, বেচাকেনা খুবই কম, এর মধ্যে বৈরী আবহাওয়ার কারণে একদমই ক্রেতা আসছে না। আশা ছিল এই শুক্রবার বেচাকেনা খুব ভালো হবে কিন্তু সেটা হয়নি।
তালতলা ফারিহা ফ্যাশনের আবু কালাম বলেন, গত বৃহস্পতিবার একদম ক্রেতা ছিল না, শুক্রবার দুপুর পর্যন্ত বেচাবিক্রি হয়নি। এখন কিছু ক্রেতা আসছে, তবে বেশি দেখছেন কিনছেন কম। গত বছর কোরবানি ঈদে এর চেয়ে বেশি ক্রেতা ছিল।
এদিকে মৌচাক মার্কেটেও অনেক দোকানে কর্মচারীদের অবসর সময় কাটাতে দেখা গেছে। অনেক দোকানে ক্রেতা না থাকায় বাইরে হাঁকডাক করতে দেখা গেছে।
মার্কেটের জুতার দোকান ঘুরে দেখা যায়, হাতেগোনা কিছু ক্রেতা এসেছেন। বেশির ভাগ বিক্রয়কেন্দ্রের দোকানিরা ক্রেতা আকৃষ্ট করতে ডাকাডাকি করছেন।
ফরচুন মার্কেটের পাঁচতলায় বেশির ভাগ জুতার দোকানেই স্বল্পসংখ্যক ক্রেতা জুতা দেখছেন। এসব ছোট দোকানের বিক্রেতারা বলছেন, নন-ব্র্যান্ডের জুতার বিক্রি গত বছর কোরবানি ঈদের সময়ের তুলনায় কম।
তারা জানান, ছুটির দিন সন্ধ্যার পর ক্রেতার আনাগোনা বাড়ে, সঙ্গে বিক্রিও। তবে এবার বৈরী আবহাওয়ায় বেচাকেনায় নেতিবাচক প্রভাব ফেলেছে।
এনএইচ/বিএ