মৌলভীবাজারের জুড়ীতে ভারতীয় আগ্রাসন ও অপপ্রচারের বিরুদ্ধে সর্বধর্মীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার বটুলী সীমান্তে এ কর্মসূচি পালিত হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জুড়ীর সমন্বয়ক তারেক মিয়ার সঞ্চালনায় ও ফুলতলা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আলীম শেলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, সাগরনাল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শরফ উদ্দিন, ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ, জুড়ী উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য ও জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতীশ চন্দ্র পাল, স্বেচ্ছাসেবক দলের উপজেলা সভাপতি দিবাকর দাশ, ইউপি সদস্য স্বপন মল্লিক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা ইউনিয়ন সভা মিলন চন্দ্র পাল, সাধারণ সম্পাদক আতিতোষ রায় পাপ্পু, ফুলতলা চা বাগানের পুরোহিত রাজেন্দ্র প্রাসাদ পাণ্ডে, এলবিন টিলা খাসিয়া পুঞ্জির মন্ত্রী এন্টোনি পাটরটি, সরস্বতী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক উজ্জ্বল চন্দ্র পাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আফজাল হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল নিয়ে সীমান্তের চেকপোস্ট অতিক্রম করতে চাইলে বিজিবি তাদের বাঁধা দেয়।
ওমর ফারুক নাঈম/আরএইচ/জেআইএম