মৌলভীবাজারের বড়লেখায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ মার্চ) উপজেলার দক্ষিণভাগ উত্তর ইউনিয়নের বিওসি কেছরিগুল গ্রামে এ ঘটনা ঘটেছে। ওইদিন বিকেলে স্বজনরা তাদের মরদেহ উদ্ধার করে।
নিহতরা হলো, একই গ্রামের জুনেদ আহমদের ছেলে জাহিদ আহমদ (৬) ও তার ভাগ্নে শামীম আহমদ (৮)। শামীম নানাবাড়িতে থেকে লেখাপড়া করতো।
স্থানীয়রা জানান, সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলছিল। একপর্যায়ে তারা পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। স্বজনরা দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আব্দুর রব বলেন, দুদিন বৃষ্টিপাত হচ্ছে। পুকুরে পানি জমেছে। সকালে জাহিদ ও শামীম বাড়ির পাশে খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে পুকুরের পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মো. কামরুজ্জামান বলেন, ঘটনাটি মর্মান্তিক। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
ওমর ফারুক নাঈম/এমএন/এমএস