ম্যাচ শুরুর ৫ ঘণ্টা আগেই স্টেডিয়ামমুখী দর্শকের ঢল

2 months ago 49

বাফুফের ঘোষণা ছিল দুপুর ২টায় দর্শকদের জন্য খুলে দেওয়া হবে স্টেডিয়ামের গেট। তার আগেই হাজার হাজার দর্শক মিছিল করে হাজির হতে থাকে স্টেডিয়াম এলাকায়। দুপুর ২টার মধ্যেই ঢাকা জাতীয় স্টেডিয়ামের চারপাশে ভিড় তৈরি হয়। স্টেডিয়ামে প্রবেশের জন্য দর্শকরা জমায়েত হয় নির্ধারিত গেটের সামনে। আধাঘণ্টা পর দুপুর আড়াইটায় দর্শকদের জন্য খুলে দেওয়া হয় গেট।

সবচেয়ে বেশি ভিড় ছিল স্টেডিয়ামের ৩ ও ৪ নম্বর গেটের সামনে। বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে মূল সড়কে দাঁড়িয়ে ‘বাংলাদেশ ফুটবল আলট্রাস’ স্লোগানে স্লোগানে মুখরিত করে রাখে।

বাংলাদেশ ও সিঙ্গাপুর ম্যাচ ঘিরে আলোচিত দেশের ফুটবলের এই সমর্থক সংগঠনটি। তারা বেশ কয়েকদিন বাফুফে ভবনের প্রধান ফটকের সামনে অবস্থান করেছে টিকিটের দাবিতে। সারা বছর ফুটবলকে সমর্থন জুগিয়ে যাওয়া এই সংগঠনটি প্রত্যাশানুযায়ী টিকিট পায়নি বাফুফের কাছ থেকে।

গেট খুলে দেওয়ার পরই দর্শকরা ঢুকতে থাকে গ্যালারিতে। এক ঘণ্টার মধ্যেই গ্যালারির আসনের অর্ধেক পূর্ণ করে ফেলেন তারা। প্রখর রোদে গ্যালারিতে বসে অপেক্ষা ম্যাচের। সন্ধ্যা ৭টায় শুরু হবে বাংলাদেশ ও সিঙ্গাপুরের গুরুত্বপূর্ণ এই ম্যাচটি।

দর্শকদের অনেকের হাতে লাল-সবুজ পতাকা। মাথায় পতাকা বাঁধা এবং হাতে বাংলাদেশ লেখা প্ল্যাকার্ড। অনেকে হামজা ও শামিত সোমের নামে প্ল্যাকার্ড ধরেছিলেন হাতে। একজন তো হামজা, শামিত ও ফাহামিদুলকে নিয়ে কবিতা লিখে এনেছেন 'হামজা-শামিত-ফাহামিদুল, গোল দিতে করিও না ভুল।'

আরআই/আইএইচএস/

Read Entire Article