ম্যাচের ৪৫ মিনিট আগেও গ্যালারির অধিকাংশ ফাঁকা

2 months ago 7

সন্ধ্যা ৭টায় ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ ও ভুটানের ফিফা প্রীতি ম্যাচ। এই ম্যাচের টিকিট অনলাইনে বিক্রি হয়েছে। আজ (বুধবার) সকালেও অনলাইনে টিকিট কিনতে গিয়ে অনেক দর্শক ব্যর্থ হয়েছে। বিশেষ করে গ্যালারির টিকিট। টিকিফাই নামের যে প্রতিষ্ঠান অনলাইনে টিকিট বিক্রি করেছে, তাদের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে গ্যালারির সব টিকিট সোল্ডআউট।

তবে ম্যাচ শুরুর ৪৫ মিনিট আগেও স্টেডিয়ামের গ্যালারির বেশিরভাগ চেয়ার ফাঁকা ছিল। গ্যালারির মোট টিকিট ১৮ হাজার ৩০০। অন্যান্য মিলিয়ে মোট ২১ হাজারের বেশি। তবে ম্যাচ শুরুর কাছাকাছি সময়ে দর্শক উপস্থিতি হতাশাজনক।

যদিও স্টেডিয়ামের বাইরে কিছু মানুষ দেখা গেছে ঢোকার অপেক্ষায়। তারা প্রবেশ করলে ও ম্যাচ শুরুর পর বোঝা যাবে শেষ পর্যন্ত কেমন দর্শক উপস্থিত হয় বাংলাদেশ ও ভুটানের ম্যাচে।

এখনো দুই দল মাঠে গা গরম করছে। হামজা, ফাহমিদুলসহ বাংলাদেশের ফুটবলাররা মাঠের উত্তর দিকে এবং ভুটান মাঠের দক্ষিণ দিকে গা গরম করছেন।

আরআই/এমএমআর/জিকেএস

Read Entire Article