ম্যানেজার ও কর্মীদের বেঁধে টয়লেটে রেখে ব্যাংক থেকে ২০ কোটি রুপির স্বর্ণ লুট 

11 hours ago 3
সেনাবাহিনীর পোশাক পরে অস্ত্র হাতে নিয়ে মুখে মাস্ক পরে তিন ব্যক্তি ব্যাংকে ঢুকে ২০ কোটি রুপি মূল্যের স্বর্ণালংকার ও এক কোটি রুপি হাতিয়ে নিয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ভারতের কর্ণাটকের চাঁদাচান শহরে অবস্থিত স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার একটি শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ এ তথ্য জানিয়েছে। খবর এনডিটিভি ব্যাংকে প্রবেশ করেই ডাকাতরা অস্ত্রের মুখে কর্মী ও ম্যানেজারের হাত-পা বেঁধে টয়লেটে আটকে রাখে। এ ছাড়া ব্যাংকে উপস্থিত থাকা গ্রাহকদেরও প্লাটিক ব্যাগের রশি দিয়ে হাত-পা বেঁধে রাখা হয়। যাতে তারা ঘটনাস্থল ত্যাগ করতে না পারে।  পরে ব্যাংকের ম্যানেজারকে ব্যাংকের ভল্ট খুলতে বলা হয়। খোলা না হলে তারা গুলি করার হুমকি দেয়। এক পর্যায়ে ম্যানেজার বাধ্য হয়ে ভল্ট খুলে দেন। সঙ্গে সঙ্গে ডাকাত দলের সদস্য টাকা-পয়সা ও স্বর্ণালংকার ব্যাগে করে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।  ঘটনার পর চাঁদাচান থানার পুলিশ পরিদর্শক ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেন। প্রাথমিক তদন্তে বলা হয়েছে, ডাকাতরা ভুয়া নম্বর প্লেটের একটি গাড়ি ব্যবহার করেছে। তারা পান্ধাপুরের দিকে পালিয়ে যায়। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জড়িতদের গ্রেপ্তারে কর্ণাটক ও মহারাষ্ট্র পুলিশ অভিযান চালাচ্ছে।   
Read Entire Article