ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু

2 months ago 29

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে শিল্পী আক্তার (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ফোকালপার্সন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।

শিল্পী আক্তার নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার গারাদিয়া এলাকার কাসেম আলীর মেয়ে।

ডা. মহিউদ্দিন খান মুন বলেন, শিল্পী আক্তার শনিবার (১৬ নভেম্বর) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরদিন বিকেলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিল্পী আক্তার মারা যান।

তিনি আরও বলেন, হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি আছেন ২৯ জন। এর মধ্যে পুরুষ ২৩ জন, নারী চারজন, শিশু দুজন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ১৭ জন, ছুটি নিয়েছেন ২১ জন।


মঞ্জুরুল ইসলাম/আরএইচ/জিকেএস

Read Entire Article