ময়মনসিংহ শিক্ষাবোর্ডে এসএসসি ও সমমান পরীক্ষায় এবার পাসের হার ৫৮.২২ শতাংশ। পাস ও জিপিএ-৫ এ এগিয়ে মেয়েরা। এই বোর্ডে ছেলেদের পাসের হার ৫৫.৭ শতাংশ ও মেয়েদের পাসের হার ৬১.৪৯ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শহীদুল্লাহ জানান, এবার এসএসসি ও সমমান পরীক্ষায় ফরম পূরণ করেছেন ১ লাখ ৭ হাজার ১৬১ জন। এরমধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৫ হাজার ৫৫৮ জন। পরীক্ষায় অংশ নেননি ১ হাজার ৬০৩ জন শিক্ষার্থী।
ছেলেদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৩ হাজার ৭৭২ জন। এরমধ্যে পাস করেন ২৯ হাজার ৬১২ জন। আর মেয়েদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫১ হাজার ৭৮৬ জন। এরমধ্যে পাস করেন ৩১ হাজার ৮৪৪ জন।
মোট পাস শিক্ষার্থীর সংখ্যা ৬১ হাজার ৪৫৬ জন। পাসের হার ৫৮.২২ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৬৭৮ জন। এরমধ্যে ছেলেদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১২৬ জন ও মেয়েদের মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৫৫২ জন।
জেলাভিত্তিক ফলাফলের পরিসংখ্যান অনুযায়ী, জামালপুরে মোট ২৫ হাজার ৭৮৭ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১৫ হাজার ৩৩৬ জন। পাসের হার ৫৯.৪৬ শতাংশ। নেত্রকোনায় ১৯ হাজার ৪১৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১১ হাজার ৬৬৯ জন। পাসের হার ৬০.৮ শতাংশ।
ময়মনসিংহে ৪৫ হাজার ৮৫৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২৬ হাজার ৬৯১ জন। পাসের হার ৫৮.২ শতাংশ। এছাড়া শেরপুরে ১৪ হাজার ৪৯৬ পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৭ হাজার ৭৬০ জন। পাসের হার ৫৩.৫৪ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যান আরও বলেন, সামগ্রিকভাবে পাসের হার আশানুরূপ না হলেও ছাত্রীদের ধারাবাহিক অগ্রগতি আমাদের আশাবাদী করে তুলেছে।
কামরুজ্জামান মিন্টু/জেডএইচ/জেআইএম