ময়মনসিংহে নিখোঁজের পরদিন মিললো দুই মরদেহ

2 months ago 9

ময়মনসিংহের গৌরীপুর ও ত্রিশালে নিখোঁজের পরদিন দুই মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২ জুলাই) দুপুরে গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের কবিরাজবাড়ি গ্রামের কচুক্ষেত ও ত্রিশাল উপজেলার নিঘুরকান্দা গ্রামের একটি পুকুর থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- গৌরীপুরের কাউলাটিয়া গ্রামের আব্দুল গণির মেয়ে হোসনে আরা (৩০) ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার তাঁতখানা গ্রামের আব্দুল গফুর মিয়ার ছেলে মনির হোসেন (৩৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোসনে আরা দীর্ঘদিন যাবত মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। মঙ্গলবার রাতে তাকে বাসায় পাওয়া যাচ্ছিল না। এমতাবস্থায় আশপাশের বিভিন্ন এলাকায় খুঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। পরদিন বুধবার দুপুরের দিকে মরদেহ কবিরাজবাড়ি গ্রামের কচুক্ষেতে পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

অন্যদিকে মনির হোসেন ২৫ বছর যাবত ত্রিশালের হরিরামপুর ইউনিয়নের নিঘুরকান্দা গ্রামে তার ভগ্নিপতি বাড়িতে বসবাস করছিলেন। মঙ্গলবার বিকেলে ভগ্নিপতির বাড়ি থেকে বের হওয়ার পর থেকেই নিখোঁজ ছিলেন মনির। পরিবারের লোকজন রাতভর বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরদিন বুধবার দুপুরের দিকে স্থানীয়রা পুকুরে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মনিরের মরদেহ উদ্ধার করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম বলেন, মরদেহের গলায় কলাগাছের শুকনো বাকল প্যাঁচানো ছিল, যা হত্যার আলামত হিসেবে দেখা যাচ্ছে। ঘটনাটির তদন্ত শুরু করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহাম্মদ বলেন, মনির মানসিকভাবে অসুস্থসহ নেশাগ্রস্ত ছিল। তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান মিন্টু/এফএ/এএসএম

Read Entire Article