ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো যুবকের

2 months ago 5

ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো. আল আমিন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পয়ারী গ্রামে এ ঘটনা ঘটে।

মো. আল আমিন একই গ্রামের আকবর আলীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেল সাড়ে ৫টার দিকে নিজের বাড়িতে একা বিদ্যুতের কাজ করছিলেন আল আমিন। এসময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। এমতাবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্বজনরা কোনো অভিযোগ না করায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

কামরুজ্জামান মিন্টু/আরএইচ/জেআইএম

Read Entire Article