ময়মনসিংহে লোকাল ট্রেন চলাচল শুরু

2 weeks ago 16

ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে লোকাল (মেইল) ট্রেন চলাচল আটদিন বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল থেকে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জে ট্রেন চলাচল শুরু হয়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট নাজমুল হক বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে কর্মবিরতি প্রত্যাহার করায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এতে যাত্রীদের ভোগান্তি নিরসন হয়েছে।

এরআগে গত ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি শুরু হয়। লোকাল ট্রেনগুলোর চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা।

এসআর/এএসএম

Read Entire Article