ময়মনসিংহে স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

1 month ago 21
ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) রাতে উপজেলার ডুবালিয়াপাড়া ও কাশর এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন, দিনাজপুরের ঘাগড়াগাছি গ্রামের আব্দুর রশিদের ছেলে মফিজুর রহমান সাগর (২৫) ও তার স্ত্রী নেত্রকোনার মদন থানার ইমদাদপুর এলাকার দুখু মিয়ার মেয়ে রেহেনা আক্তার নূপুর (১৯)। নিহত আরেকজন সোনালী আক্তার (১৭)। তিনি কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার আবুল হোসেনের মেয়ে। ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবির কাল‌বেলা‌কে জানান, নিহত সবাই ভাড়া বাসায় থেকে স্থানীয় কারখানায় চাকরি করতেন। বুধবার সন্ধ্যার দিকে কাশর এলাকা থেকে সোনালী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। সোনালী স্বামীর সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে। পরে ডুবালিয়াপাড়া এলাকা থেকে সাগর ও নূপুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। কিন্তু তারা কি কারণে আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। মরদেহগু‌লো উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ময়মন‌সিংহ মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। অতিরিক্ত পুলিশ সুপার গফরগাঁও সার্কেল আফরোজা নাজনীন ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ জানান, ঘটনাগুলো কী কারণে ঘটেছে তা তদন্ত করে বিস্তারিত জানানো হবে।
Read Entire Article