ট্রেন পরিচালনায় টিটি, গার্ডসহ জনবল সংকটে ময়মনসিংহ থেকে বিভিন্ন রুটে সাতদিন ধরে বন্ধ রয়েছে লোকাল ট্রেন চলাচল। ফলে ময়মনসিংহ থেকে নেত্রকোনার জারিয়া, মোহনগঞ্জ ও জামালপুর-দেওয়ানগঞ্জ রেলপথের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
রোববার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় ময়মনসিংহ রেলওয়ের গার্ড ও জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি রাহাত খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২ ডিসেম্বর থেকে দাবি আদায়ের লক্ষ্যে সারাদেশের মতো ময়মনসিংহেও কর্মবিরতি চলছে। মূলত লোক মাস্টারের সংকটের কারণে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে দাবি পূরণ না হলে আরও কঠোর কর্মসূচি আসতে পারে।
ময়মনসিংহ রেলওয়ে রানিং স্টাফ, শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বলেন, ১৬০ বছরেরও বেশি সময় ধরে রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ সুবিধা চালু ছিল। কিন্তু ২০২২ সালে নতুন নিয়োগপ্রাপ্তদের থেকে মাইলেজ বন্ধ করে দেওয়া হয়। তবে এর আগে নিয়োগপ্রাপ্তরা এখনও মাইলেজ সুবিধা পেলেও ২০২১ সালে অর্থ মন্ত্রণালয়ের একটি পরিপত্রে পেনশন ও আনুতোষিকে পার্ট অব পে মাইলেজ সুবিধা বাতিল করা হয়। বন্ধ মাইলেজ চালুর দাবিতে কর্মবিরতি পালন করা হচ্ছে।
ময়মনসিংহ রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট নাজমুল হক খান বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে লোকাল ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ওপরের নির্দেশনা পেলেই ট্রেন চালু করা হবে।
এএইচ/জেআইএম