ময়মনসিংহে ৮ দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন

জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ বৃহস্পতিবার। বেলা ১২টায় নগরীর সার্কিট হাউস মাঠে এ সমাবেশ শুরু হবে।  এতে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরই মধ্যে সমাবেশের আয়োজক দলগুলোর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা। এদিকে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন রয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি। আয়োজনের অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সমমনা দলগুলোর নেতাকর্মীরা। সমাবেশস্থলসহ আশপাশের সড়ক ও অলিগলিমুখে দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। গাড়ি পার্কিংয়ে দশটি স্থান নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মাঠে শৃঙ্খলা রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে দায়িত্বে থাকবেন আট দলের নেতাকর্মীরা। এ সময় সমাবেশস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলে মহানগর পুলিশের প্রতিনিধিদল। প্রস্তুতি তদারকির সময় উপস্থিত

ময়মনসিংহে ৮ দলের সমাবেশ ঘিরে তৎপর প্রশাসন

জাতীয় নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে জামায়াতে ইসলামীসহ সমমনা আট দলের ময়মনসিংহ বিভাগীয় সমাবেশ বৃহস্পতিবার। বেলা ১২টায় নগরীর সার্কিট হাউস মাঠে এ সমাবেশ শুরু হবে। 

এতে আট দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। এরই মধ্যে সমাবেশের আয়োজক দলগুলোর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বশীলরা।

এদিকে সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছেন রয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে সমাবেশস্থলে গিয়ে দেখা যায়, প্রস্তুতি শেষ করেছে আয়োজক কমিটি। আয়োজনের অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত করতে ব্যস্ত সময় কাটাচ্ছেন সমমনা দলগুলোর নেতাকর্মীরা।

সমাবেশস্থলসহ আশপাশের সড়ক ও অলিগলিমুখে দেড় শতাধিক মাইক লাগানো হয়েছে। গাড়ি পার্কিংয়ে দশটি স্থান নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া মাঠে শৃঙ্খলা রক্ষায় কয়েক স্তরের নিরাপত্তা বলয়ে দায়িত্বে থাকবেন আট দলের নেতাকর্মীরা। এ সময় সমাবেশস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজকদের সঙ্গে কথা বলে মহানগর পুলিশের প্রতিনিধিদল।

প্রস্তুতি তদারকির সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির আব্দুল করিম, নায়েবে আমির মো. কামরুল হাসান মিলন, মহানগর সভাপতি কামরুল আহসান এমরুল, সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহানগর সভাপতি ডা. নাসিরুদ্দিন, সহসভাপতি মাওলানা গোলাম মাওলা ভূঁইয়া, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা অধ্যক্ষ নজরুল ইসলাম, নেযামে ইসলামের জেলা সভাপতি অধ্যাপক আজিজুল হকসহ আট দলের অন্য নেতারা।

জামায়াতের মহানগর সভাপতি কামরুল আহসান এমরুল বলেন, সমাবেশ বাস্তবায়নে ময়মনসিংহের আট দলের নেতারা আন্তরিকতা ও মনোযোগ দিয়ে কাজ করছেন। লাখো মানুষের অংশগ্রহণে এ সমাবেশ জাতির সামনে নতুন নজির স্থাপন করবে।

ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, ৮ দলের সমাবেশ ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে। নগরীর বিভিন্ন এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ, র‍্যাব এবং অন্যান্য বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow