ময়েশ্চারাইজার মেখেও ত্বক শুষ্ক হলে দ্রুত যা করবেন

3 weeks ago 7

শীতের ঠান্ডা আবহাওয়া যে শুধু স্বাস্থ্যের সমস্যা ডেকে আনে, তা নয়। এ সময় বাড়ে ত্বক ও চুলের রুক্ষতা ও শুষ্কতা। এই মৌসুমে ত্বকের শুষ্কতা একটি সাধারণ সমস্যা। শুধু তাই নয়, শীতে ত্বকের শুষ্কতা থেকে ত্বক ফাটাও শুরু হয়। তাই এ সমস্যার সময়মতো সমাধান করা জরুরি।

যদিও শীতকালে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে ময়েশ্চারাইজার ভালো কাজ করে। তবে ত্বকের ধরনভেদে সঠিক ময়েশ্চারাইজার ব্যবহার না করায় ত্বকে আর্দ্রতা ফেরে না, বরং আরও শুষ্ক হয়ে ওঠে। তাই ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এ সময় কিছু ঘরোয়া উপায় অনুসরণ করতে পারেন, যাতে খুব সহজেই ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পেতে পারেন-

অ্যালোভেরা

ত্বকের বিভিন্ন সমস্যার সমাধানে যুগ যুগ ধরে চলমান অ্যালোভেরার ব্যবহার। নিয়মিত অ্যালোভেরা ব্যবহারে ত্বকে মেলে আর্দ্রতা ও ত্বক দীর্ঘ সময়ের জন্য আর্দ্রতা বজায় থাকে।

গোলাপ জল

ত্বককে ভেতর থেকে সুস্থ রাখতে গোলাপ জল দারুণ কার্যকরী। শুষ্ক ত্বকের সমস্যা থেকে রেহাই পেতেও গোলাপ জল আপনাকে সাহায্য করতে পারে। গোলাপ জলের ব্যবহার আপনার ত্বকের হারানো আর্দ্রতা ফিরে পাবেন। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকও দ্রুত নিরাময় শুরু করে।

মধু ও গ্লিসারিন

শীতকালে যদি আপনার ত্বক বারবার শুষ্ক হয়ে যায়, তাহলে আপনার জন্য মধু ও গ্লিসারিনের মিশ্রণ একটি ভালো বিকল্প। এই দুই জিনিস মিশিয়ে আপনার ত্বকে লাগালে আপনার ত্বক ভেতর থেকে হাইড্রেশন পায়। শুধু তাই নয়, এর ব্যবহারে আপনার ত্বকের গঠনও উন্নত হয়।

সূত্র: বোল্ডস্কাই

জেএমএস/জিকেএস

Read Entire Article