যবিপ্রবির ৫ শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও এক জনকে অব্যাহতি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচ শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও এক জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বরখাস্তকৃত শিক্ষকরা হলেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসিফ নাসিরী, অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারান্নুম তাজনীন, একই বিভাগের লেকচারার সাবরিন বাশার এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের লেকচারার ড. মেহেদী হাসান ভূঁইয়া। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের লেকচারার সৌরভ দাসকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের 'শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি' অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্

যবিপ্রবির ৫ শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও এক জনকে অব্যাহতি

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পাঁচ শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ও এক জনকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের চাকরিবিধি লঙ্ঘনের দায়ে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বুধবার (০৩ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরখাস্তকৃত শিক্ষকরা হলেন, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ জাকির হোসেন, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আসিফ নাসিরী, অনুজীব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. তারান্নুম তাজনীন, একই বিভাগের লেকচারার সাবরিন বাশার এবং ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের লেকচারার ড. মেহেদী হাসান ভূঁইয়া। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং (বিএমই) বিভাগের লেকচারার সৌরভ দাসকে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের 'শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সাধারণ আচরণ, শৃঙ্খলা ও আপিল সংক্রান্ত বিধি' অনুযায়ী তাদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে, বরখাস্তকৃত শিক্ষকদের নিকট বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পাওনা আইন অনুযায়ী আদায়ের ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।

আরও জানা যায়, বরখাস্তকৃত শিক্ষকরা উচ্চ শিক্ষার জন্য বিদেশে অবস্থান করলেও শিক্ষা ছুটি শেষে আর দেশে ফেরেননি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow