মিরপুর টেস্টে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিসিবির বিশেষ সুবিধা
বাংলাদেশ–আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি এন্ট্রি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯–২৩ নভেম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি এবার শিক্ষা প্রতিষ্ঠান–সংশ্লিষ্টদের জন্য বিশেষ উন্মুক্ত থাকছে। বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা বৈধ স্টুডেন্ট আইডি বা টিচার আইডি দেখিয়ে শাহীদ মোশতাক স্ট্যান্ডের (আপার গ্যালারি) জন্য বিনামূল্যে প্রবেশপত্র পাবেন। এর মধ্য দিয়ে চলমান টেস্ট সিরিজে তরুণ সমর্থক এবং শিক্ষকদের সরাসরি মাঠে ক্রিকেট উপভোগের সুযোগ করে দিতে চায় বোর্ড। এই ক্যাটাগরির দর্শকদের জন্য প্রবেশ নিশ্চিত করা হবে স্টেডিয়ামের গেট নম্বর ৫ দিয়ে। এ ছাড়া বিসিবি তাদের নিরাপত্তা নির্দেশনায় স্মরণ করিয়ে দিয়েছে, মাঠে প্রবেশের সময় কোনো ধরনের ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল কিংবা নিষিদ্ধ সামগ্রী বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের পাঠানো প্রেস রিলিজে আরও বলা হয়, ক্রিকেট সংস্কৃতিকে আরও বিস্তৃত করতে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্য
বাংলাদেশ–আয়ারল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টে শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য ফ্রি এন্ট্রি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ১৯–২৩ নভেম্বর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি এবার শিক্ষা প্রতিষ্ঠান–সংশ্লিষ্টদের জন্য বিশেষ উন্মুক্ত থাকছে।
বিসিবির ঘোষণায় জানানো হয়েছে, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষকরা বৈধ স্টুডেন্ট আইডি বা টিচার আইডি দেখিয়ে শাহীদ মোশতাক স্ট্যান্ডের (আপার গ্যালারি) জন্য বিনামূল্যে প্রবেশপত্র পাবেন। এর মধ্য দিয়ে চলমান টেস্ট সিরিজে তরুণ সমর্থক এবং শিক্ষকদের সরাসরি মাঠে ক্রিকেট উপভোগের সুযোগ করে দিতে চায় বোর্ড।
এই ক্যাটাগরির দর্শকদের জন্য প্রবেশ নিশ্চিত করা হবে স্টেডিয়ামের গেট নম্বর ৫ দিয়ে।
এ ছাড়া বিসিবি তাদের নিরাপত্তা নির্দেশনায় স্মরণ করিয়ে দিয়েছে, মাঠে প্রবেশের সময় কোনো ধরনের ব্যাগ, বাইরের খাবার, পানির বোতল কিংবা নিষিদ্ধ সামগ্রী বহন করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের পাঠানো প্রেস রিলিজে আরও বলা হয়, ক্রিকেট সংস্কৃতিকে আরও বিস্তৃত করতে এবং তরুণ প্রজন্মকে উৎসাহিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
What's Your Reaction?