যমুনা ও বাঙালি নদীতে পানি বেড়েছে

3 months ago 9

উজানে ভারী বৃষ্টিপাতের কারণে বগুড়ার সারিয়াকান্দিতে যমুনা ও বাঙালি নদীর পানি বেড়েছে। বাঙালি নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। জুন মাসের মাঝামাঝি সময় পর্যন্ত নদীর পানি কমবেশি হতে থাকবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বৃহস্পতিবার (২২ মে) সারিয়াকান্দির মথুরাপাড়া পয়েন্টে যমুনা নদীর পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৮৬ সেন্টিমিটার। সোমবার (২৬ মে) ১২ দশমিক ৬২ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হতে দেখা গেছে। এর আগে রোববার (২৫ মে) এ নদীর পানির উচ্চতা ছিল ১৩ সেন্টিমিটার। সারিয়াকান্দিতে যমুনা নদীর পানির বিপৎসীমা ১৬ দশমিক ২৫ সেন্টিমিটার। অর্থাৎ এ উপজেলায় যমুনার পানি বিপৎসীমার ৩ দশমিক ২৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে গত কয়েকদিনের বৃষ্টিতে বাঙালি নদীর পানিও বেড়েছে। সোমবার ১৩ দশমিক ৬২ সেন্টিমিটার উচ্চতায় পানি প্রবাহিত হতে দেখা গেছে। রোববার এ নদীর পানির উচ্চতা ছিল ১৩ দশমিক ৭৬ সেন্টিমিটার। সারিয়াকান্দিতে বাঙালি নদীর পানির বিপৎসীমা ১৫ দশমিক ৪০ সেন্টিমিটার। অর্থাৎ বাঙালি নদীর পানি বিপৎসীমার ১ দশমিক ৬৪ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পানি বেড়ে বর্তমানে বাঙালি ও যমুনা নদীর প্রবাহ স্বাভাবিক। এতে বেশ কিছু মরে যাওয়া খালগুলো প্রাণ ফিরে পেয়েছে। সেখানে পানি প্রবাহ চালু হয়েছে। ফলে চরাঞ্চলের মানুষেরা একস্থান থেকে অন্যস্থানে খুব সহজেই চলাচল করতে পারছেন। সহজেই বাজারজাত করতে পারছেন তাদের উৎপাদিত কৃষিপণ্য।

চরাঞ্চলে পালিত কুরবানির পশুও খুব সহজেই দেশের বিভিন্ন এলাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে। সারিয়াকান্দির কালিতলা নৌঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, সেখান থেকে দূরপাল্লার সব ধরনের নৌকাগুলো এখন খুব সহজেই চলাচল করতে শুরু করেছে এবং একসময় বন্ধ হওয়া সব ধরনের নৌরুট চালু হয়েছে।

বগুড়া জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নাজমুল হক বলেন, উজানে ভারী বৃষ্টিপাতের কারণে যমুনা ও বাঙালি নদীতে পানি বেড়েছে। তবে দুই নদীতেই পানি স্থিতিশীল হয়েছে। আশা করা যাচ্ছে, দু-একদিনের মধ্যেই পানি কমে যাবে। তারপর আবারও বাড়বে। আগামী জুন মাসের ১৫ তারিখ পর্যন্ত পানি এরকম কমবেশির মধ্যেই থাকবে।

তিনি আরও বলেন, জুন মাসের শেষের দিক থেকে পানি একেবারে স্থায়ীভাবে বাড়তে শুরু করবে। এ মুহূর্তে পানি বিপৎসীমা অতিক্রম করার কোনো আশঙ্কা নেই।

এসআর/এএসএম

Read Entire Article