যমুনা নদীতে গোসলে নেমে স্কুলছাত্র নিখোঁজ

3 months ago 10

পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীতে পরিবারের সদস্যদের সঙ্গে গোসলে করতে গিয়ে উৎসব কর্মকার নামে দশম শ্রেণির এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। সোমবার (৯ জুন) দুপুরে উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের পেঁচাকোলা ঘাট এলাকায় যমুনা নদীতে নিখোঁজ হয় সে।

নিখোঁজ স্কুলছাত্র বেড়া উপজেলার হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়নের নতুন পেঁচাকোলা গ্রামের উত্তম কর্মকারের ছেলে। তিনি বাবা-মায়ের সঙ্গে ঢাকাতে বসবাস করেন।

নিখোঁজের পরিবার সূত্রে জানা গেছে, উৎসব কর্মকার তার মায়ের সঙ্গে পেঁচাকোলা ঘাটে যমুনা নদীতে গোসল করতে নামলে একপর্যায়ে প্রবল স্রোতে তলিয়ে যায়। পরে তাকে স্থানীয়ভাবে অনেক খোঁজাখুজি করা হলে তাকে পাওয়া যায়নি। খবর পেয়ে কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর আড়াইটার দিকে উদ্ধার অভিযান শুরু করে। বিকেল ৪টা পর্যন্ত অভিযান পরিচালনার পরেও উৎসব কর্মকারের সন্ধান পাননি ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কাশিনাথপুর কাশিনাথপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার জুবায়ের রহমান বলেন, ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান চলমান রয়েছে। পাওয়া গেলে জানানো হবে।

Read Entire Article