সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের ছবি আপলোড করে দিনভর আতংক সৃষ্টি করেছে একটি মহল। সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে এমন ছবি তৈরি করে ফেসবুকে গুজব রটানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকাল থেকেই একাধিক ফেসবুক পেইজে যমুনা রেলসেতুর পিলারে ফাটলের একাধিক ছবি পোস্ট করা হয়।
সকালে Sundarban/Chitra/Benapole Express নামে একটি ফেসবুক গ্রুপ থেকে পিলালের ফাটলের চিহ্ন সম্বলিত একটি ছবি দিয়ে পোস্ট দেওয়া হয়। ওই পোস্টে লেখা হয় নবনির্মিত যমুনা রেলসেতুর পিলারে ফাটল! ছবি সংগৃহীত।
এরপর একের পর এক বিভিন্ন ফেসবুক পেইজ ও গ্রুপে বিভিন্ন এঙ্গেলের আরও বেশ কয়েকটি ছবি দিয়ে যমুনা রেলসেতু ফাটলের গুজব ছড়ানো হয়। বিশেষ করে সিরাজগঞ্জ, পাবনাসহ উত্তরাঞ্চলের জেলাগুলোতে ছবিগুলো ভাইরাল হয়ে যায়। ফেসবুকে আপলোড করা কোন কোন ছবিতে রেলসেতুটির পিলার ভেঙে যাওয়ার দৃশ্যও দেখানো হয়েছে।
যমুনা রেলওয়ে সেতু প্রকল্পের সহকারি প্রধান প্রকৌশলী মো. নাইমুল হক জানান, যমুনা রেলসেতুতে কোথাও কোন ফাটল ধরে নাই। কোন পিলারে ফাটলের চিহ্নও নেই। একটি চক্র এআই প্রযুক্তির মাধ্যমে ফাটল ধরানোর ছবি তৈরি করেছে এবং সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে গুজব ছড়িয়েছে। এ নিয়ে বিভ্রান্ত না হতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

9 hours ago
10









English (US) ·