যমুনা সেতু পশ্চিমে এখনো ৪ কিমি যানজট

2 months ago 33

যমুনা সেতু পশ্চিম মহাসড়কে এখনো চার কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজট রয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষ।

শনিবার (১৪ জুন) ভোর থেকেই যমুনা সেতু পশ্চিম সংযোগ সড়কে যানবাহনের ধীরগতি দেখা গেছে। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। তবে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত যমুনা সেতু পশ্চিম কড্ডার মোড়ে থেমে থেমে যানজট হচ্ছে।

যমুনা সেতু পশ্চিমে এখনো ৪ কিমি যানজট

পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, পোশাক কারখানায় ছুটি শেষ হওয়ায় হাজার হাজার মানুষ একসঙ্গে নিজেদের গন্তব্যে যাত্রা শুরু করেছেন। এজন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের জটলা বাঁধছে।

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গভীর রাতে যমুনা সেতুর ওপর পিকআপ-ট্রাকের সংঘর্ষ হয়। এ ঘটনার পর থেকেই যানবাহনের জটলা লাগে। তবে সকালের দিকে আট কিলোমিটার ধীরগতি থাকলেও এখন চার কিলোমিটার থেমে থেমে চলছে। তবে খুব শিগগির যানবাহনের এই চাপ স্বাভাবিক হবে।

এম এ মালেক/এসআর/জিকেএস

Read Entire Article