যমুনা সেতু মহাসড়কে রাতভর সেনাবাহিনীর চেকপোস্ট

3 months ago 22

ঈদে ঘরে ফেরা মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে যমুনা সেতু পশ্চিম মহাসড়কে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছে সেনাবাহিনী।

বুধবার (৪ জুন) রাত ১০টা থেকে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের গোলচত্বর এলাকায় সেনাবাহিনীর সদস্যরা এ চেকপোস্টের কার্যক্রম শুরু করেন। এ কার্যক্রম প্রতিদিন মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পরিচালিত হবে।

সিরাজগঞ্জ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে সেনা সদস্যরা দূরপাল্লার যানবাহনগুলো তল্লাশির পাশাপাশি যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিতে কাজ করছেন।

যমুনা সেতু মহাসড়কে রাতভর সেনাবাহিনীর চেকপোস্ট

যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কে বেপরোয়া চলাচলকারী যানবাহনগুলোকে সতর্কবার্তা দেওয়ার বিষয়টিও চেকপোস্টে গুরুত্ব পাচ্ছে। এছাড়া যানজট সৃষ্টি ও চুরি ডাকাতি রোধে কাজ করছেন সেনা সদস্যরা।

এম এ মালেক/এফএ/এএসএম

Read Entire Article