যমুনা সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ৫৯ লাখ টাকার টোল আদায়

3 months ago 8

ঈদযাত্রাকে কেন্দ্র করে যমুনা সেতু দিয়ে যানবাহন পারাপারের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত) সেতু দিয়ে পারাপার হয়েছে ৫১ হাজার ৮৪৯টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টাকা।

বৃহস্পতিবার (৫ জুন) ভোররাতে এ তথ্য নিশ্চিত করেছেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল।

সেতু কর্তৃপক্ষ জানায়, আলোচ্য সময়ের মধ্যে উত্তরবঙ্গগামী ৩০ হাজার ৮৪৫টি যানবাহনের বিপরীতে আদায় হয়েছে এক কোটি ৮৪ লাখ ৯৭ হাজার ৩৫০ টাকা। এছাড়া ঢাকামুখী ২১ হাজার ৪টি যানবাহনের বিপরীতে আদায় হয়েছে এক কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৬৫০ টাকা।

একদিন আগের তুলনায় বুধবার ১৮ হাজার ২৮৫টি বেশি যানবাহন পার হয়েছে, যা টোল আদায়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এনেছে।

নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির জানান, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সেতুর উভয় পাশে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে ৪টি মোটরসাইকেলের জন্য আলাদা। এছাড়া এলেঙ্গা থেকে সেতু পর্যন্ত অংশটি সার্বক্ষণিক সিসিটিভির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে।

আব্দুল্লাহ আল নোমান/কেএসআর

Read Entire Article