যমুনার দুর্গম চরে খামারিকে হত্যা করে গরু লুট

3 months ago 74
সিরাজগঞ্জের চৌহালীতে দুর্গম যমুনার চরে তারা মিয়া নামে এক খামারিকে হত্যা করে গরু লুট করে নিয়ে গেছে ডাকাত দল।  মঙ্গলবার (২০ মে) গভীর রাতে উপজেলার ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউনিয়ার চরে এ নির্মম হত্যা ও লুটের ঘটনা ঘটে।  নিহত তারা মিয়া চৌহালী উপজেলার খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত কুদ্দুস মিয়ার ছেলে।  পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত তারা মিয়া তার নাতি ইব্রাহিম খলিলকে (১৮) সঙ্গে নিয়ে ঘোরজান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়ার চরে অস্থায়ী ঘর তুলে সেখানে থেকে কৃষিকাজ ও গবাদিপশু পালন করতেন। রাত সাড়ে ১২টার দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল রামদা ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তাদের ঘরে হামলা চালায়।  প্রথমে ডাকাত দল তার নাতি ইব্রাহিমকে মারধর করে একটি বস্তায় ঢুকিয়ে বস্তার মুখ বেঁধে তাকে আটকে রাখে। এরপর তারা মিয়ার গলায় গামছা পেঁচিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে। এরপর ঘরে থাকা তিনটি গরু লুট করে ডাকাত দল নৌকাযোগে যমুনা নদীপথে পালিয়ে যায়। খবর পেয়ে চৌহালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত তারা মিয়ার ভাগনে আকরাম মোল্লা বলেন, এটা শুধু ডাকাতি না একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। কারণ তার খামারে বড় বড় অনেকগুলো গরু ছিল। কয়েক দিন আগে সেগুলো বাড়িতে নিয়ে আসে। অনেক আগে থেকেই পরিকল্পনা করে কিন্তু ডাকাতি করতে এসে বড় গরু না পেয়ে হয়তোবা উত্তেজিত হয়ে হত্যা করে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই।  চৌহালী থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান চলছে। চর থেকে দুটি গরু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Read Entire Article