যমুনায় ভেসে উঠল কলেজ শিক্ষার্থীর মরদেহ

3 months ago 83

সিরাজগঞ্জের কাজীপুরে যমুনা নদীতে বেড়াতে গিয়ে মেরাজুল ইসলাম তমাল (১৭) নামে নিখোঁজ এক কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১৩ জুন) দুপুর ৩টার দিকে উপজেলার মেঘাই ঘাট এলাকায় ভাসমান অবস্থায় ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। এর আগে বুধবার (১১ জুন) বিকেল ৪টার দিকে নিখোঁজ হন তমাল।

নিহত তমাল বগুড়ার শাজাহানপুর উপজেলার জামালপুর গ্রামের হারুন-অর-রশিদের ছেলে এবং বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, পরিবারের সঙ্গে বুধবার বিকেলে যমুনা নদীর মেঘাই ঘাটে বেড়াতে যান তমাল। এসময় তিনিসহ তার পরিবারের তিনজন গোসলে নামেন। কিন্তু নদীতে প্রচুর স্রোত থাকায় অন্যরা সাঁতরে তীরে উঠলেও তমাল ডুবে যান। পরে পরিবার ও স্থানীয়রা খুঁজেও তার সন্ধান পায়নি। পরবর্তীতে রাজশাহী থেকে একটি ডুবুরি দল গিয়ে উদ্ধার চেষ্টা করেও তার সন্ধান পায়নি।

কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে তিনি জাগো নিউজকে জানান, ঘটনার দিন রাজশাহী থেকে একটি ডুবুরি দল আনা হয়েছিল। কিন্তু তারা টানা কয়েক ঘণ্টা চেষ্টা করেও নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করতে পারেনি। তবে আজ হঠাৎ নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়দের নজরে আসে। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এম এ মালেক/জেডএইচ/এএসএম

Read Entire Article