যশোরে আ.লীগ নেতা বিপু গ্রেপ্তার

2 months ago 40

যশোর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মাহামুদ হাসান বিপুকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ।

বুধবার (১১ ডিসেম্বর) শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড বাজার এলাকা থেকে পুলিশ তাকে আটক করে। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

ডিবি পুলিশের ওসি দেবব্রত হরি কালবেলাকে জানান, দুপুর দেড়টার দিকে ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। সেখান থেকে বিপুকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বিভিন্ন স্থাপনায় হামলাসহ নাশকতায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। 

এছাড়াও মাহমুদ হাসান বিপু আত্মগোপনে থেকে বিভিন্ন নাশকতা কর্মকাণ্ডের পরিকল্পনা করছে মর্মে জানা গেছে।

উল্লেখ্য, মাহমুদ হাসান বিপুর বিরুদ্ধে ২০২১ সালের ১১ জানুয়ারি রাতে ইমরান নামে এক পুলিশ কনস্টেবলকে মারধর করার অভিযোগে আরেক মামলা আদালতে চলমান রয়েছে।

Read Entire Article