যশোরে ইউপি চেয়ারম্যান হাফিজ গ্রেফতার

3 months ago 10

যশোরের মণিরামপুর উপজেলার রোহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাফিজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়। হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোহিতা ইউপি সচিব কৃষ্ণগোপাল মুখার্জি জানান, চেয়ারম্যান সকালে অফিসে এসে কয়েকটি নথিতে সই করেন এবং ইউপি সদস্যদের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় খেদাপাড়া পুলিশ ক্যাম্পের এএসআই রইচ উদ্দিন প্রথমে উপস্থিত হন। এরপর মণিরামপুর থানার ওসি বাবলুর রহমান খানের নেতৃত্বে একটি দল এসে চেয়ারম্যানকে রোহিতা বাজারে নিয়ে যায় এবং সেখান থেকে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান বলেন, চেয়ারম্যান হাফিজ উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

গ্রেফতার হাফিজ উদ্দিন উপজেলার বাগডোব গ্রামের বাসিন্দা ও সাবেক ইউপি চেয়ারম্যান নওশের আলীর ছেলে।

মিলন রহমান/কেএসআর

Read Entire Article