যশোরে ভোটকেন্দ্রে নাশকতার মামলায় আ’লীগের ৯ নেতাকর্মী কারাগারে

2 weeks ago 10

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোরে একটি ভোটকেন্দ্রে নাশকতার মামলায় আওয়ামী লীগের ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৯ ফেব্রুয়ারি) দিনগত গভীর রাত থেকে সোমবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর উপজেলার নরেন্দ্রপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের বিভিন্ন পদের দায়িত্বে রয়েছেন। নাশকতা ছাড়াও তাদের বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন নরেন্দ্রপুর ইউনিয়নের বলরামপুরের মৃত হাজী খোরশেদ আলম বিশ্বাসের ছেলে ফেরদৌস আলম, যশোরের উপশহর ডি-ব্লকের মনিরুজ্জামানের ছেলে মিজানুর রহমান রাফি, শেখহাটি তরফ নওয়াপাড়ার মৃত বজলুর রহমানের ছেলে আব্দুল হামিদ খোকন, ফতেপুরের ভায়না গ্রামের মৃত শুকুমার ঘোষের ছেলে মদন কুমার ঘোষ, একই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে শেখ হারুন অর রশীদ, রামকৃষ্ণপুরের মৃত হোসেন আলী মোল্লার ছেলে সোহরাব হোসেন শিহাব, লেবুতলার এনায়েতপুরের মৃত শহিদুল ইসলামের ছেলে শাহিনুর রহমান, একই গ্রামের ফারুক হোসেনের ছেলে তুষার ও লেবুতলার মৃত আকমলের ছেলে জাহাদায়।

যশোরের কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন আসামিদের কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

মিলন রহমান/এসআর/এমএস

Read Entire Article