যশোরের চৌগাছায় রং ও কেমিক্যাল দিয়ে অনুমোদনহীনভাবে আইসক্রিম তৈরি করায় কারখানা মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পাশে রাশিদুল ইসলামের কারখানায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
এদিন দুপুরে অভিযান পরিচালনা করেন মো. সেলিমুজ্জামান। অভিযানকালে ওই কারখানাতে তিনি আইসক্রিমে ক্ষতিকর রং মেশানো দেখতে পান। বিশেষ করে ইন্ডস্ট্রিয়াল রং ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার আইসক্রিম তৈরি এবং অবৈধভাবে বিভিন্ন কোম্পানির আইসক্রিম তৈরির কার্যক্রম দেখতে পান। যার কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ও ৫১ ধারায় ব্যবসায়ী রাশিদুল ইসলামকে এক লাখ টাকা অর্থদণ্ড দেন।
অভিযানে ক্যাব সদস্য রকিব উদ্দিন সরকার, চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, সাধারণ সম্পাদক হাসিবুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান বলেন, নিয়মিত অভিযান কার্যক্রমের অংশ হিসেবে ব্যবসায়ী রাশিদুলের কারখানায় অভিযান পরিচালনা করা হয় এবং নানা অনিয়মে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান চলবে বলেও জানান তিনি।
মিলন রহমান/এনএইচআর/জেআইএম