যশোরে ২৪ মামলার আসামি ডলার গ্রেপ্তার

2 months ago 7

যশোরের শীর্ষ সন্ত্রাসী ইব্রাহিম হোসেন ডলারকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জেলা পুলিশ। 

গ্রেপ্তার ডলার যশোর সদর উপজেলার ষষ্ঠীতলার বাচ্চু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া তিনি ৫টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি। 

ডিবি সূত্রে জানা যায়, সোমবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে যশোর রেলগেট এলাকায় অবস্থান করছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজেশ কুমার দাশ, এসআই কামাল হোসেন, এএসআই নির্মল কুমার ঘোষসহ ডিবি পুলিশের একটি টিম সেখানে অভিযান চালায়। পরে সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

যশোর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক ভূঁইয়া জানান, ডলার এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১টি খুন, ৬টি অস্ত্র, ৬টি বিস্ফোরক, ৮টি মাদক, ২টি দ্রুত বিচার আইনসহ ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে ৫টি মামলায় পলাতক ছিল ডলার। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Read Entire Article