যাত্রাবাড়ীতে মুখপোড়া হনুমানসহ দুই পাচারকারী আটক

2 weeks ago 13

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন- মো. রফিকুল ইসলাম (৪৩) ও মো. রবিউল ইসলাম সোহাগ (৩০)।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

যাত্রাবাড়ীতে মুখপোড়া হনুমানসহ দুই পাচারকারী আটক

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির আটটি মুখপোড়া হনুমান উদ্ধারসহ সেই পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ওই বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

যাত্রাবাড়ীতে মুখপোড়া হনুমানসহ দুই পাচারকারী আটক

ডিসি তালেবুর রহমান বলেন, গ্রেফতারদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ৩(১) এবং ১২(১) ধারা, একই সঙ্গে ৩৪(খ) এবং ৩৯ ধারায় তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাতদিনের কারাদণ্ড দেন।

উদ্ধার করা হনুমানগুলোকে যথাযথ প্রক্রিয়ায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান ডিএমপির এ কর্মকর্তা।

টিটি/এমএএইচ/এমএস

Read Entire Article