যাত্রাবাড়ীতে মাকে হত্যায় ছেলে রিমান্ডে

2 months ago 19

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় মাকে হত্যার মামলায় ছেলে মামুনকে (৩০) একদিনের রিমান্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ এ আদেশ দেন। এ মামলায় গত ২৯ আগস্ট মামুনকে কারাগারে পাঠায় আদালত।

আজ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা ও যাত্রাবাড়ী থানা উপপরিদর্শক নাজমুল হাসান মামলার মূলরহস্য উদঘাটনে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তার জামিন আবেদন নামঞ্জুর করে একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন

মামলার অভিযোগ থেকে জানা যায়, যাত্রাবাড়ীর কুতুবখালী এলাকায় মামুন কিছুদিন ধরে আমার খালা বানুর সঙ্গে খারাপ আচরণ করতো। সে তার মায়ের ভরণপোষণ দিতে বিরক্তবোধ করতো। গত ২৭ আগস্ট সে আমার খালাকে থাপ্পড় দেয় এবং দেয়ালে আঘাত করে। এতে তিনি গুরুতর জখমপ্রাপ্ত হন। এরপর সারারাত তাকে বাড়ির বাইরে রাখা হয়। পরের দিন সকালে আশপাশের ভাড়াটিয়া ও এলাকাবাসী তাকে মৃত অবস্থায় দেখতে পান।

এ ঘটনায় মামুনকে আসামি করে তার খালাতো ভাই কামাল হোসেন ২৯ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করেন। ওইদিনই মামুনকে গ্রেফতার করে পুলিশ। মামুনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জেএ/এমএএইচ/এমএস

Read Entire Article