যাত্রাবাড়ীতে সংঘর্ষে আহত ২৫ জন ঢামেকে চিকিৎসাধীন

1 month ago 19

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত আহত ২৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের মধ্যে শিক্ষার্থীসহ সাধারণ মানুষও রয়েছেন।

সোমবার (২৫ নভেম্বর) বেলা ১২টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এরপর একে একে আহতদের হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাদের ঢাকা মেডিকেলে নিয়ে আসলে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষে এ পর্যন্ত ২৫ জন ঢাকা মেডিকেলে এসেছেন। তাদের জরুরি বিভাগের চিকিৎসা দেওয়া হচ্ছে।

কাজী আল-আমিন/এমআইএইচএস/এএসএম

Read Entire Article