যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়ালেন উপদেষ্টা আসিফ

2 months ago 40

যাত্রীদের কাছ থেকে নেওয়া বাড়তি ভাড়া ফেরত দেওয়ালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

শুক্রবার (০৬ ‍জুন) নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও পোস্ট করেছেন উপদেষ্টা আসিফ। 

ভিডিওতে দেখা যায়, আসিফ মাহমুদ একটি বাসের মধ্যে উঠে যাত্রীদের জিজ্ঞাসা করছেন ভাড়া কত নিয়েছে? তখন যাত্রীরা বলেন ৫০০ টাকা নিয়েছে। তখন উপদেষ্টা বলেন, আপনাদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ২০০ টাকা করে ফেরত দেওয়া হবে। তখন বাসের সুপারভাইজারকে তিনি নির্দেশ দেন, আপনি যাত্রীদের ২০০ টাকা করে ফেরত দেবেন। তখন সুপারভাইজার বলেন, হ্যাঁ আমি প্রত্যেক যাত্রীকে ২০০ টাকা করে ফেরত দেব। 

উপদেষ্টা আসিফ মাহমুদের এই ভিডিও কোন জায়গা থেকে ধারণ করা হয়েছে তা জানা যায়নি।

এর আগে, গতকাল বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেল মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, বাসে বাড়তি ভাড়া নিলেই ব্যবস্থা নেওয়া হবে। রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন তিনি।

জ্বালানি উপদেষ্টা বলেন, জ্বালানি তেলের দাম কমানো হয়েছে। বাসে বাড়তি ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। নিলেই ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। অনিয়ম দেখলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যানজটের বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

ফাওজুল কবির খান জানান, ভাড়া সংক্রান্ত একটি ব্যতিক্রমী ঘটনার খবর পাওয়া গেছে। এক স্থানে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়া হয়েছিল, যা পরবর্তীতে যাত্রীকে ফেরত দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিকে এ জন্য জরিমানাও করা হয়েছে। কিছু ঢালাও অভিযোগ এসেছে, ভাড়া বেশি নেওয়ার। নির্দিষ্ট অভিযোগ থাকলে সাথে সাথেই ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

Read Entire Article