যাত্রীবাহী বাসে ছিনতাই, ছুরিকাঘাতে আহত ৩

1 month ago 32

ঢাকার অদূরে সাভারের পুলিশ টাউন এলাকায় দিন দুপুরে যাত্রীবাহী বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বাসটিতে ছিনতাইকালে বাধা দিতে গিয়ে তিন সাধারণ যাত্রী ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন।

আহত তিনজনকেই ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুভযাত্রা পরিবহনের যাত্রীবাহী বাসটি মানিকগঞ্জ থেকে ছেড়ে ঢাকার দিকে যাচ্ছিল। দুপুরের পর বাসটি পুলিশ টাউন এলাকায় পৌঁছায়। সেখানে সেতুর কয়েক মিটার আগে বাসটিতে যাত্রী ওঠানোর জন্য চালক থামালে সেখান থেকে ধারালো চাকু হাতে বাসটিতে দুজন ব্যক্তি উঠে। পরে সামনের সারির মহিলা যাত্রীসহ অন্য যাত্রীদের কাছ থেকে সোনার চেন, মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। পরে ছিনতাইকারীরা যখন পেছনের দিকে গিয়ে যাত্রীদের মালামাল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে তখন কয়েকজন বাধা দিলে তারা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে বাস থেকে নেমে পালিয়ে যায়।

ভুক্তভোগী এক নারী যাত্রী বলেন, সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে ঢাকায় যাওয়ার জন্য বাসে উঠি। আমাদের বাসটি পুলিশ টাউন এলাকার সামনে গেলে যাত্রীবেশে কয়েকজন ছিনতাইকারী বাসটিতে উঠে পড়ে। পরে তারা কয়েকজনের মোবাইল, মানিব্যাগসহ মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেয়। তাদের ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে বাসটিতে থাকা কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

আলকামা আজাদ নামে বাসের অপর যাত্রী বলেন, ছিনতাইয়ে বাধা দিতে গেলে বাসটির চালকের সহকারীসহ আরও কয়েকজন ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হন। বাসটিতে সব মিলিয়ে ১৫ থেকে ২০ জন যাত্রী ছিল।

সাভার মডেল থানার ওসি মোহাম্মদ জুয়েল মিয়া কালবেলাকে বলেন, বাসে ছিনতাইয়ের ঘটনাটি জানার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। এসব ছিনতাইকারীকে ধরতে পুলিশ তৎপর রয়েছে। 

Read Entire Article