যানজট নিরসন ও নৈরাজ্য বন্ধে ১১ দফা প্রস্তাবনা
অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম সংস্কার কমিশনের কাছে সড়ক পরিবহনে যানজট নিরসন ও নৈরাজ্য বন্ধে ১১ দফা প্রস্তাবনাসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো উপস্থাপন করেছেন সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিবসহ সব নেতারা।
সোমবার (১৩ জানুয়ারি) বিকেল ৩টায় ঢাকা পল্টন শ্রম ভবনের (৩য় তলা) শ্রম সংস্কার কমিশনের কক্ষে আনুষ্ঠানিক মতবিনিময় সভায় এ প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
এ সময় সড়কে যানজট নিরসন ও নৈরাজ্য বন্ধে শ্রম সংস্কার কমিশন যাতে সুন্দরভাবে সংস্কার করতে পারে তার সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সড়ক পরিবহন সংস্থার জাতীয় কমিটির নেতারা।
এ সময় শ্রম সংস্কার কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন- বিলসের নির্বাহী পরিচালক শ্রম সংস্কার কমিটির প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের (শ্রম কর্মসংস্থান এবং পরিবেশ) সাবেক সচিব ড. মাহফুজুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ) অধ্যাপক ড. জাকির হোসেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি, তপন দত্ত, বাংলাদেশ লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট একেএম নাসিম, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সাবেক সভাপতি ম. কামরান টি রহমান, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের সভাপতি চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক সাকিল আখতার চৌধুরী, আলোকচিত্র ও শ্রমিক আন্দোলন সংগঠক তাসলিমা আখতার এবং সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির পক্ষে ছিলেন সড়ক পরিবহন সংস্কার জাতীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সবুজ শিকদার, সদস্য সচিব সোহেল রানা সম্পদ, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, মোশাররফ হোসেন, বাচ্চু ভূঁইয়া ও যুগ্ম সদস্য সচিব মো. আরিফুল ইসলাম, মাওলানা ওমর ফারুক, সৈয়দ মাহবুবুর রহমান, আজিজা সুলতানা, নেওয়াজ খান বাপ্পী এবং কার্যকরী সদস্য শহীদুল ইসলাম, নুরুল আফসার পারভেজ, আমির হোসেন, শাহীন, ইসমাইল হোসেন, ফারুক হোসেন, মো. ইসমাইল, জাহাঙ্গীর ভূঁইয়া, জুয়েল রানা আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।