যান্ত্রিক ত্রুটির কবলে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের কিছুক্ষণ পরই ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসে। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিমানে সামান্য বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফরের অংশ হিসেবে তার বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা ছিল। বোয়িং ৭৪৭ মডেলের বিমানটি ফিরে আসার পর প্রেসিডেন্টের সফরসূচি বাতিল করা হয়নি। পরে ছোট আকারের একটি বোয়িং ৭৫৭ বিমানে করে সফর পুনরায় শুরু করা হয়। নতুন বিমানটি বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মধ্যরাতের একটু পর উড্ডয়ন করে। প্রথম ফ্লাইট ছাড়ার প্রায় দুই ঘণ্টা পর এটি উড্ডয়ন করে। খবর সিবিসি নিউজের।  হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উড্ডয়নের পর ক্রুরা বিমানে একটি ‘ছোট বৈদ্যুতিক সমস্যা’ শনাক্ত করেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়। বিমানে থাকা এক সাংবাদিক জানান, উড্ডয়নের পরপরই প্রেস কেবিনের আলো কিছু সময়ের জন্য নিভে যায়। তবে তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। বর্তমানে দুটি বিমান এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হচ

যান্ত্রিক ত্রুটির কবলে ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী বিমান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বহনকারী এয়ার ফোর্স ওয়ান উড্ডয়নের কিছুক্ষণ পরই ওয়াশিংটন ডিসি এলাকায় ফিরে আসে। হোয়াইট হাউস কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিমানে সামান্য বৈদ্যুতিক ত্রুটি ধরা পড়ায় সতর্কতামূলকভাবে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রেসিডেন্টের সুইজারল্যান্ড সফরের অংশ হিসেবে তার বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তব্য দেওয়ার কথা ছিল।

বোয়িং ৭৪৭ মডেলের বিমানটি ফিরে আসার পর প্রেসিডেন্টের সফরসূচি বাতিল করা হয়নি। পরে ছোট আকারের একটি বোয়িং ৭৫৭ বিমানে করে সফর পুনরায় শুরু করা হয়। নতুন বিমানটি বুধবার যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় মধ্যরাতের একটু পর উড্ডয়ন করে। প্রথম ফ্লাইট ছাড়ার প্রায় দুই ঘণ্টা পর এটি উড্ডয়ন করে। খবর সিবিসি নিউজের। 

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, উড্ডয়নের পর ক্রুরা বিমানে একটি ‘ছোট বৈদ্যুতিক সমস্যা’ শনাক্ত করেন। বাড়তি সতর্কতার অংশ হিসেবেই ফিরে আসার সিদ্ধান্ত নেওয়া হয়।

বিমানে থাকা এক সাংবাদিক জানান, উড্ডয়নের পরপরই প্রেস কেবিনের আলো কিছু সময়ের জন্য নিভে যায়। তবে তখন কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।

বর্তমানে দুটি বিমান এয়ার ফোর্স ওয়ান হিসেবে ব্যবহৃত হচ্ছে, সেগুলো প্রায় চার দশক ধরে উড়ছে। এগুলোর পরিবর্তে নতুন বিমান তৈরির কাজ করছে বোয়িং। তবে নানা জটিলতায় সেই প্রকল্প একাধিকবার বিলম্বের মুখে পড়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow